ফ্যাসিস্টরা সাংবাদিক-সংবাদপত্রের ওপর জুলুম চালাত: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আমলে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর জুলুম চালানো হয়েছিলো। গণমাধ্যম যদি তখন সত্যকে তুলে ধরতো পারতো, তাহলে ফ্যাসিস্টরা চেপে বসতে পারতো না।

সোমবার সকালে রাজধানীর মগবাজারে সংগ্রাম কার্যালয়ে দৈনিক সংগ্রাম প্রকাশনার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ সরকারের আমলে প্রকৃত সত্য প্রকাশ পায়নি, যা এখনো কিছু কিছু ক্ষেত্রে রয়ে গেছে। তবে এখন নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে জামায়াতে ইসলামী।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরপরই সংবাদপত্রের ওপর চরম নিয়ন্ত্রণ করা হয়েছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত ৪টি মিডিয়া বাদে সব মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল। এর মধ্যে সংগ্রামও একটি। পরবর্তীতে সেই যাত্রা ধীরে ধীরে আবার শুরু হয়েছে।

জামায়াত আমির আরও বলেন, সাংবাদিকরা সাদাকে সাদা আর কালোকে কালো বলবে। এখানে কোনো সাংবাদিকের নিজস্ব বক্তব্য সংযোজন হবে না। সত্য থেকে কিছু বিয়োজনও হবে না। ফ্যাসিবাদী আমলে এটি একবারেই হয়নি। এখনও এর কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.prothombangladesh.press
January 20, 2025

ফ্যাসিস্টরা সাংবাদিক-সংবাদপত্রের ওপর জুলুম চালাত: জামায়াত আমির

<< বিস্তারিত কমেন্টে >>