ফারুক হাসানের ওপর হামলাকারীরা ‘হাসিনার প্রেতাত্মা’: গণ অধিকার পরিষদ

গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলাকারীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘প্রেতাত্মা’ বলে অভিযোগ তুলেছে দলটি। হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদ বলছে, হামলাকারীদের কোনো ছাড় নেই, ক্ষমা নেই।

আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের নেতারা এ কথা বলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের বক্তব্য তুলে ধরেছে গণ অধিকার পরিষদ।

সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ‘ফারুক হাসানের ওপর হামলাকারীরা হাসিনার পেতাত্মা। এদের কোনো ছাড় নেই, ক্ষমা নেই। যদি এরা জামিন পায়, তবে ধরে নেব, এটা কোনো ছোটখাটো বিষয় না। বড় উদ্দেশ্য নিয়ে ফারুক হাসানের ওপর হামলা করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংবাদ সম্মেলন শেষে হতেই শোনা যায়, অপরাধীরা গ্রেপ্তারের ১১ ঘণ্টার মাথায় জামিন পেয়েছে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান অভিযোগ করেন, জামিন অযোগ্য ধারায় মামলা হলেও প্রভাব খাটিয়ে জামিন নিয়েছে। এখন প্রমাণিত হলো হামলায় রাঘববোয়ালদের সংশ্লিষ্টতা ও ইন্ধন ছিল।’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফারুক হাসান বলেন, তাঁর ওপরে হামলাকারীরা শিক্ষার্থী নন, সন্ত্রাসী। তাঁর কাছে লোক পাঠিয়েছিল আপস করার জন্য, তবে তিনি তা করেননি।

গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এ সময় বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.prothombangladesh.press
January 7, 2025

ফারুক হাসানের ওপর হামলাকারীরা ‘হাসিনার প্রেতাত্মা’: গণ অধিকার পরিষদ

<< বিস্তারিত কমেন্টে >>