সংবিধানের কাঠামো পরিবর্তনে নির্বাচনের বিকল্প দেখছেন না সাকি

আগামী নির্বাচন হবে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন। সংবিধানসহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পূর্ণ ও চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে। সে নির্বাচন কবে হবে, সে কারণে নিশ্চিত করা।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে’ গণসংলাপে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যর উর্ধগতিতে মানুষের নাকাল অবস্থা। এখন দ্রব্য মূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ করতে হবে। রাস্তায় মানুষের জীবনের নিরাপত্তা নানাভাবে ব্যহত হচ্ছে। আইনশৃঙ্খলা নানাভাবে অবনতি হচ্ছে। কেন আইনশৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা দিতে পারছে না, সেই জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *