“শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না ভারত: রিজভী

শেখ হাসিনার পতন একেবারেই মেনে নিতে পারছে না ভারত, তাই বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে বিজেপি ও তার মিডিয়া। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগরতলাস্থ বাংলাদেশী সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে এ বিক্ষো মিছিল করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

রিজভী বলেন, শেখ হাসিনার আমলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। কিন্তু ভারত তখন কোন প্রতিবাদ করেন। ছাত্র জনতার বিপ্লবকে ধু্লিসাৎ করতে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করা হচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। এসময় লড়াইয়ের মধ্য দিয়ে দিল্লীর দ্বাসত্ব রুঁখে ধ্বংসের হুঁশিয়ারি দেন রিজভী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *