ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের তীব্র সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, “ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল।”
গতকাল সোমবার রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আগরতলার ঘটনায় বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ এবং সহকারী হাইকমিশনের সম্পত্তি ভাঙচুরের অভিযোগ ওঠে। হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে। একই দিনে মুম্বাইয়ের বাংলাদেশ উপহাইকমিশনের কাছেও বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) বিক্ষোভের আয়োজন করে।
এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে বিবৃতি দিলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশ দাবি করেছে, হামলাটি পূর্বপরিকল্পিত, যা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, “যদি বাংলাদেশে কোনো সংগঠন এই ধরনের ঘটনা ঘটাতো, তবে তা নিয়ে ভারতের আক্রমণাত্মক প্রচারণা শুরু হয়ে যেত।”
তিনি আরও বলেন, “ভারতের মাটিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক আইনের অধীনে ভারতীয় সরকারের দায়িত্ব। তবে তারা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার সরকার ভারত তোষণনীতিতে বিশ্বাসী ছিল। তবে বর্তমান বাংলাদেশ একটি নির্ভীক তরুণ সম্প্রদায়ের বাংলাদেশ, যা সমমর্যাদা ও সমানাধিকারের ভিত্তিতে বন্ধুত্বে বিশ্বাসী।”
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে এবং সহকারী হাইকমিশনের সুরক্ষায় আরো কার্যকর পদক্ষেপ নিতে বলেছে।
