বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা সম্প্রতি ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। সেখানে তিনি তাঁর মায়ের অসুস্থতা ও বাবার কারাবাসের সময়ের কঠিন অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, ২০২২ সালের ডিসেম্বর মাসে তাঁর মা রাহাত আরা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন, আর সেই সময়ই তাঁর বাবা গ্রেফতার হন।
শামারুহ মির্জা লিখেছেন,
“আমার মা তখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। বাবাকে ডিবি পুলিশ গ্রেফতার করল। এমন এক কঠিন সময়ে মায়ের চিকিৎসার দায়িত্ব কাঁধে তুলে নিতে বাধ্য হয়েছিলাম। কেমোথেরাপি থেকে অস্ত্রোপচার—সবই সামলেছি। আমাদের পরিবারের এমন কঠিন সময়ে নানাভাবে অপপ্রচার চালানো হয়েছে।”
তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের জন্য তাঁর বাবা এবং পরিবার সবসময় লড়াই করে গেছে। তবে এর জন্য পরিবারকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। শামারুহ আরও বলেন,
“আমার বাবার রাজনৈতিক জীবন আমাদের পরিবারের জন্য এক বিশাল ত্যাগের গল্প। কিন্তু এর মাঝেও অপপ্রচার ও কটূক্তি আমাদের জন্য বাড়তি কষ্টের কারণ হয়েছে।”
শামারুহ তাঁর পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের অন্যান্য নেতাকর্মীদের সহযোগিতার কথাও উল্লেখ করেন। তিনি জানান, এমন সংকটময় পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্ব তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন।
এমন এক আবেগঘন পোস্টে মির্জা ফখরুলের মেয়ের অনুভূতি দেশের রাজনৈতিক মহলে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
