ঢাকায় আতিফ আসলাম

আগামীকাল রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গাইবেন পাকিস্তানি জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আজ বেলা সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন তিনি।
কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আয়োজকেরা জানিয়েছেন, আগামীকাল রাত আটটার পর মঞ্চে উঠবেন এই তারকা।
পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র মতো গানে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে আতিফের। আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি।
২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি অভিনয় করেন আতিফ আসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🎭 www.prothombangladesh.press
November 28, 2024

ঢাকায় আতিফ আসলাম

<< বিস্তারিত কমেন্টে >>