রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ লালন নামে (৩০) এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। এ সময় ছিনতাইকারীরা আর মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।
মঙ্গলবার (২৬) নভেম্বর রাত তিনটা নাগাদ মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে আনা হলে জরুরী বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) অবজারভেশনে রাখা হয়েছে তাকে।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী
শামীম জানান, গতকাল গভীর রাতের দিকে ওই ব্যক্তিটিকে কাজলার ডাল যাত্রাবাড়ী এলাকায় রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখি। তখন ওই ব্যবসায়ী জানায় তার নাম লালন। পেশায় সে রাবার ব্যবসায়ী। গতরাতে বাসায় ফেরার পথে দুষ্কৃতিকারীরা তার দু পায়ের উরুতে চাকু দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকা মোটরসাইকেল নিয়ে চলে যায়। পরে আমি তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, গত রাত তিনটার দিকে যাত্রাবাড়ী থেকে রক্তাক্ত জখম অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকটি অচেতন হওয়ায় তার পরিবারের বিষয়ে কোনো খোঁজ নেওয়া সম্ভব হয়নি। তবে অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
