বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আজ (বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর) টাঙ্গাইল সদরের ১নং মগড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ বাদ আছর মগড়া ইউনিয়নের আয়নাপুর বাজারে এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রতি টাঙ্গাইল-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় নেতাকর্মীরা এই দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে ইউনিয়নের বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
