বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউদ্দিন বাসিত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি। গত ১৫ অক্টোবর কেন্দ্রীয় কার্যালয় থেকে বাসায় ফেরার পথে রাজধানীর পল্টন এলাকার কাছাকাছি তিনি নিখোঁজ হন। তাঁর মোবাইল ফোন সচল থাকলেও পরিবারের সদস্য ও সহকর্মীরা যোগাযোগ করতে পারছেন না।
ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে থাকতে পারে। সংগঠনের ভাষ্য, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তরুণ নেতাকর্মীদের গ্রেপ্তার ও নিখোঁজ হওয়ার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এক বিবৃতিতে কাজী জিয়াউদ্দিন বাসিতকে ‘অন্যায়ভাবে তুলে নেওয়া হয়েছে’ দাবি করে ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, একজন তরুণ রাজনৈতিক নেতাকে গুম করার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা উদ্বেগজনক। তাঁরা অবিলম্বে তাঁর সন্ধান ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের সদস্যরাও কাজী জিয়া উদ্দিন বাসেতের নিরাপদ প্রত্যাবর্তন কামনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

