সাত কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার: ছাত্র প্রতিনিধি

দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে বৈঠক শেষে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

বৈঠকে সাত কলেজের মধ্যে ঢাকা কলেজের ছাত্র মঈনুল ইসলাম ও রহমতুল্লাহ এবং ইডেন কলেজের সাদিয়া আফরিন মৌ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের ছাত্র প্রতিনিধি মঈনুল ইসলাম বলেন, বৈঠকে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। উপ-উপাচার্য মামুন আহমেদ স্যারের বিষয়ে ঢাবি প্রশাসন সিদ্ধান্ত নেবে। সে পর্যন্ত তিনি সাত কলেজের বিষয়ে কোনো কিছুতে থাকতে পারবেন না।

এছাড়া ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউমার্কেট থানা পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসিসহ জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল দাবি মেনে নেওয়ায় আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম।

ছাত্র প্রতিনিধি সাদিয়া আফরিন মৌ বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছে। সব দাবি মেনে নেওয়া হবে বলে আশাবাদী।

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে, পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। এর আগে ছয় দফা দাবি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা রুমে বৈঠক বসে ছাত্ররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.prothombangladesh.press
January 28, 2025

সাত কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার: ছাত্র প্রতিনিধি

<< বিস্তারিত কমেন্টে >>