বিএনপি ক্ষমতায় এলে কৃষকের মুখে হাসি থাকবে : হাসান জাফির তুহিন

জামদিয়া ও বাসুয়াড়ি ইউনিয়ন কৃষক দলের যৌথ উদ্যোগে আয়োজিত সভা।

বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে বারো মাস কৃষকের মুখে হাসি থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের সাইটখালী মাঠে অনুষ্ঠিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাসান জাফির তুহিন এসব কথা বলেন। জামদিয়া ও বাসুয়াড়ি ইউনিয়ন কৃষক দলের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন, কৃষক স্বাবলম্বী হলে দেশও স্বাবলম্বী হবে। সে কারণেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কৃষি ও কৃষকের উন্নয়নে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

জামদিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে এ কৃষক সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, কৃষক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ক্ষুদ্র ও কুটিরশিল্প বিষয় সম্পাদক আবদুল্লাহ আল নাঈম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *