রাজধানীর ওয়ারী এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- রবি শেখ (২৭) ও মোঃ ইয়াসিন (২২)।
শুক্রবার ০৬ (ডিসেম্বর ২০২৪) রাত ১:৩০ ঘটিকায় ওয়ারীর টিকাটুলি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে দুই কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ওয়ারী থানা সূত্রে জানা যায়, শুক্রবার থানার একটি টিম গোপন সংবাদ পায় যে, কয়েকজন মাদক কারবারি ওয়ারীর টিকাটুলি মোড়ের ডঃ মহানামব্রত ফোয়ারার সামনে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১:১৫ ঘটিকার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে ওয়ারী এলাকাসহ আশেপাশের বিভিন্ন স্থানে বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদেরকে ওয়ারী থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
