জুলাই বিপ্লবে উত্তরায় শহীদের সংখ্যা ৯২ জন। এরমধ্যে ২৫ জন শিক্ষার্থী, ১৯ জন চাকুরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন ড্রাইভার, ২ জন মসজিদের ইমাম, ১ জন ডাক্তার, ১১ জন অজ্ঞাত ব্যক্তি রয়েছে।
দুপুরে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স। সংগঠনের মুখপাত্র ফান্তাসির মাহমুদ জানান, প্রকাশ করা নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। বলেন, এই তালিকা তৈরী করতে সরকার কোন সহযোগীতা করেনি। যে কোন মূল্যে পরবর্তী প্রজন্মের জন্য এই বিপ্লবকে বাঁচিয়ে রাখতে হবে। যাতে বিপ্লবের ইতিহাস কোন ভাবেই যেনো বিকৃতি না ঘটে । সরকারের কাছে সারাদেশে জুলাইয়ের শহীদের সঠিক সংখ্যা দ্রুত সময়ের মধ্যে প্রকাশসহ শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আর্থিক সহায়তার দাবি জানানো হয় জন্য সংবাদ সম্মেলনে। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শহীদ পরিবারের সদস্যরা।
