শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে ভারত: ডা. এজেডএম জাহিদ হোসেন
জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের বিরদ্ধে আয়োজিত যুব সমাবেশে এমন কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। বলেন, ভারত শুধু ধর্মীয় রাষ্ট্র ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়নি, অন্য ধর্মের মানুষকেও নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে পার্শ্ববর্তী দেশ সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছে বলেও দাবি ডা. জাহিদের।
বলেন, বাংলাদেশে কোন হাইকমিশনে হামলা করা মানে এদেশের ওপর হামলা করা। এমন কর্মকান্ডের জন্য মোদি সরকারকে জবাব দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন ডা. জাহিদ
সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে কোন উস্কানিতে পা না দিতে সবার প্রতি আহবান জানান বিএনপির এই নেতা।
