পালিয়ে যাওয়া ৭০০ আসামি এখনো পলাতক : কারা মহাপরিদর্শক

৫ আগস্টের পট পরিবর্তনের সময় পালিয়ে যাওয়া কারাবন্দীর মধ্যে এখনও গ্রেপ্তার হয়নি ৭০০ অপরাধী। দেশের ৬৯ টি কারাগারের মধ্যে ১৭ টি কারাগার এখনো ঝুঁকিপূর্ণ বলেও জানিয়েছেন কারা মহাপরিদর্শক। সকালে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মহাপরিদর্শক আরও জানান, কারাগার থেকে পালানোর ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে তাই প্রতিটি ঘটনাকে আলাদা ভাবে পর্যালোচনা করে কাজ করছে কর্তৃপক্ষ।

সম্প্রতী রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন আসামীদের জেল হাজতে আনা নেয়ার সময়েও ঘটে হামলার ঘটনা।
আপস…

কারা কর্তৃপক্ষের বক্তব্য কোনো আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করার পর আর কোনো দায় থাকে না কারা কর্তৃপক্ষের। কারা অধিদপ্তরের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে একথা জানান কারা মহাপরিদর্শক। জানান, কোনো কয়েদিকেই অতিরিক্ত সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না। আর যারা ডিভিশন পাওয়ার যোগ্য তাদের তা নিশ্চিত করা হচ্ছে।

৫ আগস্টের পট পরিবর্তনের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে ২২০০ আসামি পালিয়ে যায়। যাদের ১৫০০ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৭০ জন ফাঁসী ও আলোচিত মামলার আসামী

দেশের বেশকিছু কারাগারের অবকাঠামো এখনও দুর্বল, তা সংস্কারে কাজ করছে কারা কর্তৃপক্ষ। এদিকে, কারা রক্ষী কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *