গাজীপুরের জয়দেবপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক শুনানি শেষে এ আদেশ দেন। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় হওয়া চার মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি।
তারেক রহমানসহ অন্য আসামিদের মামলা থেকে খালাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী।
