ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সাথে রাখা হয়েছে আমাকে:পলক

শাহবাগ থানার রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। জানান হত্যা মামলার এজাহারনামীয় আসামি। এরপর আদালত পলককে উক্ত মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
সে সময় পলক আদালতের উদ্দেশ্যে কিছু বলতে চান। আদালত অনুমতি দিলে জানান কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে তিনি ডিভিশন পাচ্ছে না। ৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে তাকে রাখা হয়েছে। পরিবারের সাথে সাক্ষাৎসহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছে না সে। এ কারাগারে বেশিরভাগ ফাসির দণ্ডপ্রাপ্ত। তাদের মধ্যে আমাকে রাখা হয়েছে। এ সময় আদালত লিখিত আকারে আবেদন দাখিল করতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *