জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. মঞ্জুরুল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় ড. খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। আদেশের পরে তিনি বলেন, হয়রানির উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছিলো। গত ১৭ বছর আমার আর পরিবারকে অবৈধ সম্পদের মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে সরকার। খন্দকার মোশাররফ হোসেনের আইনজীবী বলেন, অবৈধ সম্পদের মিথ্যা অভিযোগ নিয়ে রাষ্ট্রপক্ষ আদালতে কিছু দাখিল করতে পারেনি। এসব বিনেচনায় আদালত খন্দকার মোশাররফকে খালাস দিয়েছেন। এর আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। মামলায় একই বছরের নভেম্বরে অভিযোগপত্র দাখিল করা হয়।
