বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় আগামীকাল রোববার ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেবেন বলে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে চালানো ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং শেখ হাসিনাসহ কয়েকশ’ নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় করা হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় ২০১৮ সালে বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
২০১৮ সালেই মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলা হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। এদিকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আপিল করেন। চলতি বছরের ৩১ অক্টোবর আপিল শুনানির জন্য হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠন করা হয় এবং নবগঠিত বেঞ্চে শুনানি শুরু হয়।
গত মাসে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান বিচারপতির দপ্তর থেকে মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের দীর্ঘ শুনানির পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
এ রায় বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলে ধারণা করা হচ্ছে।
