রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের সি ব্লকের একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। রবিবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের দ্রুত রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়েছে। চিকিৎসা সূত্রে জানা গেছে, দগ্ধদের মধ্যে এক পরিবারের পাঁচ সদস্য এবং অন্য একটি পরিবারের দুই সদস্য রয়েছেন।
দগ্ধদের পরিচয়:
- খলিল (৪০): শরীরের ৯৫ শতাংশ দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক।
- রুমা (৩২): শরীরের ২০ শতাংশ দগ্ধ।
- তিন সন্তান:
- আবদুল্লাহ (১৩): ৩৮ শতাংশ দগ্ধ।
- মোহাম্মদ (১০): ৩৫ শতাংশ দগ্ধ।
- ইসমাইল (৪): ২০ শতাংশ দগ্ধ।
- শাহজাহান (৩৫): শরীরের ৬ শতাংশ দগ্ধ।
- স্বপ্না (২৫): শরীরের ১৪ শতাংশ দগ্ধ।
ঘটনার কারণ:
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে কোনো ত্রুটির কারণে আগুন লেগেছে।
খলিলের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে নিয়ে বিশেষভাবে চিন্তিত। বাকিদেরও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
