দ্রুত  প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরে দিতে হবেঃ ডক্টর আব্দুল মঈন খান

স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে এই সরকারকে দ্রুত  প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরে দিতে হবে। নির্বাচন কমিশন গঠন করায় সরকারের ধন্যবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।  সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যুক্তরাজ্য সাবেক সভাপতি মহিদুর রহমানকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। একটি দল  জনগণের উপর অত্যাচার করে ছাত্রজনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। স্বৈরাচার বিদায় নিয়েছে বলেই দেশের মানুষ মুক্তি পেয়েছে। মিথ্যা মামলায় অনেকই বিদেশ চলে গিয়েছিল তারা দেশের মাটিতে চলে আসার সুযোগ হয়েছে বলেও মন্তব্য করেন মঈন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *