বেলা ১১ টার পর থেকে রাজধানীর শাহবাগে জমায়েত হতে শুরু করেন শিক্ষার্থীরা। লাল কাগজে ৩২ লেখা প্লেকার্ড ও বন্যার নিয়ে প্রজ্ঞাপন প্রত্যাখ্যানের স্লোগান দেন তারা। এর আগে সরকারি সিদ্ধান্তে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটেনি বলে দাবি করেন আন্দোলনকারীরা। এসময় বিগত সরকারের আমলে আন্দোলনে বিভিন্ন সময় হামলা ও হেনস্তার শিকারের অভিযোগ তুলে আন্দোলনকারীরা বলেন, সরকার গঠিত কমিশন ছেলেদের ৩৫ ও মেয়েদের ৩৭ বছরের সুপারিশ করলেও বর্তমান সরকার তা না মেনে ৩২ বছর নির্ধারণ করেছে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের কাছে শর্ত বাদ দিয়ে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ বছর দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুশিয়ারী দেন তারা। কিছু সময় শাহবাগে অবস্থানের পর মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে যান আন্দোলনকারীরা।
৩৫ এর দাবিতে আবারও রাস্তায় নেমেছে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা
