সাংবাদিক মুন্নী সাহাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে সাংবাদিক মুন্নী সাহাকে আটকের পর তেজগাঁও থানায় হস্তান্তর করেছে জনতা। শনিবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, “জনতা মুন্নী সাহাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এরপর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে পাঠানো হয়।”

টেলিভিশন সাংবাদিকতা ও টকশো সঞ্চালনায় পরিচিত মুন্নী সাহা একসময় আজকের কাগজ ও ভোরের কাগজে কাজ করেছেন। পরবর্তী সময়ে তিনি একুশে টেলিভিশন, এটিএন বাংলা, এবং এটিএন নিউজে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ৩১ মে এটিএন নিউজ থেকে পদত্যাগ করার পর তিনি ‘এক টাকার খবর’ নামে একটি প্ল্যাটফর্মে যোগ দেন।

উল্লেখ্য, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে নিহত শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) হত্যা মামলায় তিনি আসামি হিসেবে অভিযুক্ত।

এ বিষয়ে ডিবি কার্যালয় থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *