যুবদল নেতা আবু সাইদ আহমদ ১৬ বছর পর ঢাকায়

দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ।

বুধবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে নিউইয়র্ক থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অবতরণ করেন। এসময় তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ঢাকার মতিঝিল এজিবি কলোনীতে বেড়ে ওঠা আবু সাইদ আহমদ ছাত্র জীবনে ঢাকা কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয়কর্মী হিসেবে এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে সোচ্চার ছিলেন। পরবর্তীতে জাতীয়তবাদী যুবদলের ওয়ার্ড পর্যায় থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ২৮ বছর আগে যুক্তরাষ্ট্রে যাবার পর সেখানে যুবদলকে সুসংগঠিত করতে নানা মুখি তৎপরতা চালান। ওয়ান ইলেভেনের মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারে আমলে নিউইয়র্কে খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেফতারের প্রতিবাদে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে যুবদলে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দিয়েছেন আবু সাইদ আহমদ।

পরবর্তীতে ২০০৮ সালে পাতানো সাজানো নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবারো দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ রাজ্যে প্রতিবাদ সমাবেশ করে হাসিনা সরকারের রোষানলে পড়েন এই যুবদল নেতা। এক পর্যায়ে তাকে নানাভাবে হুমকি দিয়ে কাবু করার চেষ্টা করা হয়েছে। তাই আবু সাইদ আহমদ নিজ জন্মভূমি বাংলাদেশে আসতে পারেননি।

গত জুলাই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন। হাজার হাজার প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসছেন। বিমান বন্দরে নেমে প্রিয় মাতৃভূমিতে ফিরে আসা প্রসঙ্গে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ছাত্র-জনতা প্রাণ দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে না পারলে হয়ত দেশে ফিরে আসতে পারতাম না। একই সাথে তিনি তার প্রতিক্রিয়ায় জুলাই আগস্টের বীর শহিদদের আত্মার শান্তি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *