যাত্রাবাড়ীতে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩৫

যাত্রাবাড়ীতে তিন কলেজের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ অন্তত ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার দুপুর থেকে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন-

রাজীব (১৯)প্রথম বর্ষ,সোহরাওয়ার্দী কলেজ,অনুপম দাস (২৩)অনার্স প্রথম বর্ষ, কবি নজরুল সরকারী কলেজ, শাহেদুল (২০)১ ম বর্ষ,সোহরাওয়ার্দী কলেজ,হুমায়ুন (২০) প্রথম বর্ষ, ইম্পেরিয়াল কলেজ হাতিরঝিল শাখা,

রানা (২০)ইন্টার প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ,সুমন (২২) অনার্স দ্বিতীয় বর্ষ কবি নজরুল কলেজ,মারুফ (১৯) ইন্টার প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ,রুমান (১৯) ইন্টার প্রথম বর্ষ, সলিমুল্লাহ কলেজ,

হাসিনুর (১৯)ইন্টার প্রথম বর্ষ, কবি নজরুল  কলেজ, আরাফাত (১৯)ইন্টার দ্বিতীয় বর্ষ কবি নজরুল কলেজ,সিফাত (১৮)ইন্টার প্রথম বর্ষ। কবি নজরুল কলেজ,আশিকুল (২১)ইন্টার প্রথম বর্ষ,সোহরাওয়ার্দী  কলেজ, 

**নাফি (১৮) ইন্টার প্রথম বর্ষ, মাহবুবর রহমান মোল্লা কলেজ। (পেটে ডিরেক্ট বুলেট),জুয়েল ইসলাম (২২)অনার্স প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ,নোমান (২০) ইন্টার প্রথম বর্ষ, সলিমুল্লাহ  কলেজ, তাসরিফ (১৮)এসএসসি পরীক্ষার্থী,এ কে স্কুল, দোলাইপাড়,

সাইদুল ইসলাম (১৯)ইন্টার দ্বিতীয় বর্ষ, সোহরাওয়ার্দী কলেজ,জাহেদুল (২১)ইন্টার প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ,আসিফ মাহমুদ (১৮)ইন্টার প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, অনয় (২১)ইন্টার দ্বিতীয় বর্ষ, সোহরাওয়ার্দী কলেজ,মারুফ (২২) ইন্টার দ্বিতীয় বর্ষ, কবি নজরুল কলেজ,মাহিম হোসেন (১৫)

নবম শ্রেনীর ছাত্র, ব্রাইট স্কুল, দনিয়া,

রাজীব (২৪) দ্বিতীয় বর্ষ, সোহরাওয়ার্দী কলেজ,আব্দুর রহমান (২০)দ্বিতীয় বর্ষ, সোহরাওয়ার্দী কলেজ,সাকির (১৯) প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ, জুবায়ের রহমান সাজ্জাদ(১৯)প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ,ইনতিয়াক(২২)প্রথম বর্ষ, মাহবুবুর রহমান মোল্লা কলেজ,রোহান (১৯)প্রথম বর্ষ,শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সৈকত (১৯)প্রথম বর্ষ,কবি নজরুল কলেজ ,সম্রাট (১৮)প্রথম বর্ষ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আরাফাত(১৯)প্রথম বর্ষ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, জারিফ (১৮),প্রথম বর্ষ, কবি নজরুল কলেজ,

 নাঈম (২২) কবি নজরুল কলেজ অনার্স প্রথম বর্ষ,জয় (১৮) প্রথম বর্ষ শহীদ সোহরাওয়ার্দী কলেজ,

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন,যাত্রাবাড়ী থেকে আহত অবস্থায় অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী মাথায় এবং নাকে মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া নাফি নামে মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর পেটে গুলি লেগেছে তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে ভর্তি দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *