রাজধানীর পল্লবীতে সিলিন্ডার গ্যাসের আগুনে সাতজন দগ্ধের ঘটনায় আব্দুল্লাহ (১৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। বাবা, মা, ছেলের পরে মারা গেলো আরেক ছেলে।
দগ্ধ আব্দুল্লাহ মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গ্রামের মৃত খলিলের ছেলে। তিন ভাইয়ের মধ্যে আব্দুল্লাহ ছিল বড়।
সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ৬টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, শিশুটির শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে, চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে শিশুটির মা রুমা আক্তার, বাবা আব্দুল খলিল ও ছেলে মোহাম্মদ (১০) মারা যায়। এছাড়াও দগ্ধদের মধ্যে শাহজাহানকে (৩৫) চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে, গত শনিবার দিনগত রাতে (২৪ নভেম্বর) রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১, ব্লক-সি, এভিনিউ-৫ ঠিকানার একটি বাসায় সিলিন্ডারের লিকেজ থেকে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন ধরে গেলে একই পরিবারের পাঁচজনসহ সাতজন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে সোমবার (২৪ নভেম্বর) ভোরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন— রং মিস্ত্রী আব্দুল খলিল (৪০), তার স্ত্রী রুমা আক্তার (৩২), ছেলে আব্দুল্লাহ (১৩), ছেলে মোহাম্মদ (১০), ইসমাইল (৪)। এছাড়াও একই বাসার ভাড়াটিয়া স্বামী-স্ত্রী গার্মেন্টসকর্মী স্বপ্না (২৫)ও শাহজাহান(৩৫)।
দগ্ধ খলিলের ভায়েরা আব্দুল হালিম জানিয়েছিলেন, ওই বাসায় কোনভাবেও গ্যাস ছড়িয়ে পড়ে। রাতে মশার উৎপাতের কারণে খলিল রাত আনুমানিক তিনটার দিকে কয়েল ধরানোর জন্য আগুন ধরাতে গেলে আগুনের ঘটনা ঘটে। এতে তারা সবাই দগ্ধ হন।
মিরপুরের পল্লবীতে সিলিন্ডার বিস্ফোরণ: মৃত্যু বেড়ে চার
