ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলুন: জেএসডি’র সংহতি সমাবেশ ও পতাকা মিছিল অনুষ্ঠিত

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদবিরোধী ইস্পাত কঠিন জাতীয় ঐক্যের লক্ষ্যে জেএসডির সংহতি সমাবেশ ও পতাকা মিছিলের কর্মসূচি পালন

ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। শনিবার সকালে রাজধানীর পুরান পল্টন মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত জাতীয় ঐক্যের লক্ষ্যে সংহতি সমাবেশ ও পতাকা মিছিলের পূর্বে এ কথা বলেন।

এসময় তিনি বলেন— পরাজিত ফ্যাসিবাদীশক্তি ও তাদের দোসররা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসকের বিদায় সম্ভব হয়েছে কিন্তু দীর্ঘস্থায়ী ঐক্যবদ্ধ লড়াই এবং রাষ্ট্রীয় রাজনীতির আমূল পরিবর্তন ক’রে ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থাকে চিরকালের জন্য উচ্ছেদ ক’রে দিতে হবে। ফ্যাসিবাদীব্যবস্থার বিলোপ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র নির্মাণ এখন ঐতিহাসিক অনিবার্যতায় রূপ লাভ করেছে। এই জন্যে ফ্যাসিবাদবিরোধী
জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরী।

সমাবেশে জেএসডির সিনিয়র সহ সভাপতি তানিয়া রব বলেন— জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়কে ম্লান ক’রে দেয়ার জন্য মিথ্যা এবং অপতথ্য ছড়ানো হচ্ছে। বাংলাদেশের সকল ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করার যেকোনো চক্রান্তকে প্রতিহত করার জন্য দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সত্যকে উপস্থাপন করতে হবে।

ঢাকা মহানগর জেএসডির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ, এ্যাডভোকেট কে এম জাবির, এ্যাডভোকেট সৈয়দ ফাতেমা হেনা,বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল,মোশারফ হোসেন, স্থায়ী কমিটির সাবেক সদস্য নুরুল আকতার, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক,কামাল উদ্দিন মজুমদার সাজু,আবদুল মান্নান মুন্সী,আবুল কালাম,সুমন খান, মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *