আগামী নির্বাচনে দলকে আরও শক্তিশালী এবং বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
শুক্রবার (২২ নভেম্বর) মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, নেতাকর্মীদের উদারতা এবং ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। তিনি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে একসাথে কাজ করার আহ্বান জানান এবং দলের বাইরে কোনো কর্মকাণ্ড না করার কথা বলেন। মুন্না আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসবে এই বিশ্বাসে যেন কেউ দায়িত্বহীন কাজ না করে এবং শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না।
সভায় তিনি আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনের সমালোচনা করে বলেন, জনগণ তাদের অবৈধ কর্মকাণ্ড মেনে নেয়নি। তিনি আরও বলেন, বিএনপি মানুষের ওপর কোনো অন্যায় বা অত্যাচার করবে না। দলের শৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণের কথা জানান তিনি। ইতোমধ্যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আব্দুল মোনায়েম মুন্না অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব রাজনৈতিক ও মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং গুম-খুনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক ব্যাপারীর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফকু, জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজের যৌথ সঞ্চালনায় কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক।