ঢাকার কেরানীগঞ্জ কদমতলীর মোড়ে ট্রাকের ধাক্কায় সিয়াম আহমেদ (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আবির (১৯) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
সিয়াম চকবাজারের ইসলামবাগএলাকার
স্বপন মিয়ার ছেলে। সে চকবাজারের ছুরিহাটটা এলাকায় ইমিটেশন গহনার ব্যবসা করতো বলে জানিয়েছেন স্বজনরা।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৭ টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ
(ঢামেক) হাসপাতলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সকাল আটটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু আবির জানান আজ সকালের দিকে আমরা কয়েকজন বন্ধুরা মোটরসাইকেল নিয়ে মাঠা খেতে মাওয়া ঘাটের দিকে যাচ্ছিলাম। এ সময় সিয়াম নিজেই মোটরসাইকেল চালাচ্ছিল আর আমি পিছনে বসা ছিলাম। কেরানীগঞ্জের কদমতলির মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আমরা দুজন ছিটকে পড়ে যাই। আমার মাথায় হেলমেট না থাকায় আমি মাথায় আঘাত পেলে সিয়াম আমাকে উদ্ধারের জন্য আমার সামনে আসা মাত্রই পেছন থেকে একটি ট্রাক সিয়ামের মাথার উপর দিয়ে চলে যায়। এতে সিয়াম গুরুতর আহত হয়। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সিয়াম আর বেঁচে নেই।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে বলেন,আজ ভোরে ট্রাকের ধাক্কায় দুই যুবক গুরুতর আহত হন। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। আহত আবির হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।