ছাত্র-জনতার দাবির উপযোগী করে সংবিধান নতুনভাবে লিখতে হবে

সংবিধান সংস্কার নয়; বাংলাদেশের ছাত্র-জনতার দাবির উপযোগী করে নতুনভাবে সংবিধান লিখতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। 

বুধবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভার উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষা ও সংবিধান’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ওনাদের (বিএনপি) বক্তব্য হলো বাংলাদেশের মানুষ নাকি সংস্কার বুঝে না। বাংলাদেশের জনগণ যদি সংস্কার না-ই বুঝতো, তাহলে কেন তারা জীবন দিল, শহিদ হলো। জনগণ এটা বুঝে শুনেই জীবন দিয়েছে? সংস্কারের জন্যই জনগণ রক্ত দিয়েছে, শহিদ হয়েছে। 

জামায়াতের এই নেতা বলেন, যারা ৭২-এর ফ্যাসিজমকে উচ্ছেদ করার জন্য ৭৫-এ ভূমিকা রেখেছিল, তারা আবার ফাঁসির কাষ্ঠে ঝুললো, এটা জাতির জন্য দুর্ভাগ্য। এ সংবিধান সংস্কার নয়, এই সংবিধানকে বাংলাদেশের ছাত্র জনতার যে দাবি, সে দাবির উপযোগী করে নতুনভাবে লিখতে হবে।

তিনি বলেন, যে সংবিধান জাস্টিস দিতে পারে না সেই সংবিধান বাংলাদেশে টিকতে পারে না। যারা এই সংবিধানের জন্য মায়া কান্না করবে তাদের আমরা বলবো তারা বাংলাদেশের পক্ষে না। তারা ভারতের পক্ষে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, ভারতের পণ্য বর্জন নিয়ে আজকে বড় বড় কথা বলেন। এই প্রেস ক্লাবের সামনে তিনি ভারতের পণ্যে আগুন দেন, বর্জন করেন; আর গোপনে গোপনে ভারতের সঙ্গে আঁতাত করেন। আমরা ধিক্কার জানাচ্ছি। যারা ছাত্র-জনতার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে তারা ভারতের লোক। বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ। ভারতের পাতানো ফাঁদে যারা পা দিতে চাচ্ছেন, জনতার মধ্যে ফাটল ধরাতে চাচ্ছেন, জনতা সেটি কোনভাবেই মেনে নেবে না। 

এ সময় গণশক্তি সভার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *