বুধবার রাজধানীর শেওড়াপাড়া থেকে তেজগাঁও কলেজের ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রিয়াজ হোসেন রকিকে আটক করে তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। পরে শেরে বাংলা থানায় তাকে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
তেজগাঁও কলেজ শাখার ছাত্রদলের সেক্রেটারী
মো.বেলাল হোসেন খান বলেন, গত ৪ আগস্ট ফার্মগেট এলাকায় ছাত্রজনতার উপর হামলা করেন ছাত্রলীগ। এতে অনেকেই হতাহত হয়। সেখানে কলেজ শাখার ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রিয়াজ হোসেন অনেকেই সেই সময় নির্যাতন করেছে বলে অভিযোগ করেন তিনি।
তবে ছাত্রলীগের তেজগাঁও কলেজ শাখার যুগ্ম-সম্পাদক বলেন, চার তারিখ দলীয় কার্যক্রম থাকলেও তিনি কারো গায়ে হাত তুলেননি।