এবার ওটিটিতে দেখা যাবে ’দীঘির বিয়ে’র আয়োজন!

দর্শকদের ৮ নভেম্বর নিজের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি! আয়োজন হয়েছে মহা ধুমধামে। অনেকেই যাঁর যাঁর জায়গা থেকে শামিল হয়েছিলেন বিয়েতে! নানা কারণে নিমন্ত্রণ পেয়েও আসতে পারেননি কেউ কেউ। তাঁদের হতাশ হওয়ার কিছু নেই, আবারও সুযোগ এসেছে বিয়ের আয়োজনে অংশ নেওয়ার।
সিনেমা ‘৩৬–২৪–৩৬ ’, বড় পর্দায় বছরের সবচেয়ে ‘বড় বিয়ে’–এর আয়োজনটি হয়ে যাওয়ার পর আসছে ওটিটি দুনিয়ায়। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এর মাধ্যমে যাঁরা প্রেক্ষাগৃহের বিয়ের আয়োজনে অংশ নিতে পারেননি, তাঁরা ঘরে বসেই চরকির পর্দায় শামিল হতে পারবেন ‘দীঘির বিয়েতে’।
চরকিতে ‘৩৬–২৪–৩৬’ আসছে ২৮ নভেম্বর রাত ১২টায়। পরিবার, বন্ধু–স্বজন মিলে দেখা যাবে সিনেমাটি। রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় এবং রেজাউর রহমানের পরিচালনায় সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার।
আরও আছেন গোলাম কিবরিয়া তানভীর, আবু হুরায়রা তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীনসহ অনেকে। কয়েকটি দৃশ্যে অভিনয় করেছেন কারিনা কায়সারের বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *